পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি বিনা অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নি-সন্ত্রাস করছে। দেশের উন্নয়নকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখে দিতে হবে। দেশ পরিচালনা ও শাসন সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শান্তিতে আছে।’
আজ রোববার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত না। জনগণ প্রধানমন্ত্রী ও আমাদের সঙ্গে আছে। তারা (বিএনপি) ভোট নস্যাৎ বা প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্ব সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলিম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।
মতবিনিময় সভায় বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরের অবৈধ ট্রেড ইউনিয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শ্রমিকেরা। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী বুড়িমারী স্থলবন্দরের এসে পৌঁছালে পাটগ্রাম থানা-পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি বিনা অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নি-সন্ত্রাস করছে। দেশের উন্নয়নকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখে দিতে হবে। দেশ পরিচালনা ও শাসন সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে শান্তিতে আছে।’
আজ রোববার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত অংশীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। বিএনপির বক্তব্যে আমরা ভীত না। জনগণ প্রধানমন্ত্রী ও আমাদের সঙ্গে আছে। তারা (বিএনপি) ভোট নস্যাৎ বা প্রতিরোধ করার জন্য যে বক্তব্য দিচ্ছে, তা সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্ব সভায় বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলিম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।
মতবিনিময় সভায় বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় বুড়িমারী স্থলবন্দরের অবৈধ ট্রেড ইউনিয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শ্রমিকেরা। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
এর আগে সমাজকল্যাণমন্ত্রী বুড়িমারী স্থলবন্দরের এসে পৌঁছালে পাটগ্রাম থানা-পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থল শুল্ক স্টেশন কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১১ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে