কুড়িগ্রামে বাজার তদারকি শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ২২: ২৯
Thumbnail image

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রামে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার জেলা শহরসহ রাজারহাট উপজেলায় বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল। এ সময় এক দোকানিকে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

অভিযান সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে জেলা শহরের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চিনির মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারের হজরত রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুমন রেজা, ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ প্রমুখ। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত