মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।
সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।
পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।
আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।
সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।
পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৫ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৬ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩৭ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে