রংপুর প্রতিনিধি
রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলীর দোয়ালীপাড়া মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী এনতাজুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওগামী কুমিল্লা থেকে ছেড়ে আসা সাইমুন পরিবহনের যাত্রী ছিলেন। বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলা রাজাগাঁও গ্রামে। তাঁর দাবি, সাইমন পরিবহনটি একটি ট্রাককে ওভারটেক করতে হঠাৎ ডান দিকে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় এনতাজুল ইসলাম সঙ্গে। তিনি জানান, তাঁরা চার-পাঁচজনের একটি দল ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাও এলাকা থেকে বেশ কিছুদিন আগে কুমিল্লায় ধান রোপণের কাজে যান। সেখানে কাজ শেষে সাইমুন পরিবহনে বাড়ি ফিরছিলেন। আজ মঙ্গলবার মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে ডান দিকে চাপলে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এনজাতুলের সঙ্গী ইব্রাহিম মিয়া বলেন, ‘বাবা, কিছু বুঝার গোতে বিকট শব্দ হয়। মাথা ফাটি গেইছে। গাড়ি থাকি নামি দেখি হামার গাড়ি আরেকটা গাড়ির ভেতর ঢুকি আছে। যারা পেছনোত আছলো, তারা ভালো আছে। আল্লাহ রহমত আছলো বাঁচি গেছুন। মুই কুমিল্লা গেছনু ধান কাটির জন্য।’
ঘটনাস্থলের পাশে মহাসড়কের ধারে দোয়ালীপাড়া গ্রামের মুমিন মিয়ার চা-বিস্কুটের দোকান। তাঁর দোকান থেকে ১০ হাত দক্ষিণে দুর্ঘটনা ঘটে। মুমিন মিয়া বলেন, ‘দোকান খুলি চায়ে তাপ দিচ্ছিলাম। এমন সময় সাইমন পরিবহনের বাসটি রানিং অবস্থায় একটি ট্রাককে ওভার টেক করার জন্য ডানে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আশপাশের লোকজন দৌড়ে গিয়ে গাড়িতে থাকা লোকজনদের উদ্ধার করি। পুলিশ, ইউএনও আর ফায়ার সার্ভিসোক খবর দেই।’
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন কালাম হোসেন (৪০)। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের রানিপুর গ্রামে। আরেকজন মুসিলম মিয়া। তিনি একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার বাসিন্দা। দুজনেই তৃপ্তি পরিবহনের সহকারী ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা তৃপ্তি পরিবহনের সহকারী। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, মরদেহ দাফনকাফনের জন্য সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলীর দোয়ালীপাড়া মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী এনতাজুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওগামী কুমিল্লা থেকে ছেড়ে আসা সাইমুন পরিবহনের যাত্রী ছিলেন। বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলা রাজাগাঁও গ্রামে। তাঁর দাবি, সাইমন পরিবহনটি একটি ট্রাককে ওভারটেক করতে হঠাৎ ডান দিকে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় এনতাজুল ইসলাম সঙ্গে। তিনি জানান, তাঁরা চার-পাঁচজনের একটি দল ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাও এলাকা থেকে বেশ কিছুদিন আগে কুমিল্লায় ধান রোপণের কাজে যান। সেখানে কাজ শেষে সাইমুন পরিবহনে বাড়ি ফিরছিলেন। আজ মঙ্গলবার মহাসড়কের চিকলী দোয়ালীপাড়া মোড়ে পৌঁছালে হঠাৎ একটি ট্রাককে ওভারটেক করতে ডান দিকে চাপলে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এনজাতুলের সঙ্গী ইব্রাহিম মিয়া বলেন, ‘বাবা, কিছু বুঝার গোতে বিকট শব্দ হয়। মাথা ফাটি গেইছে। গাড়ি থাকি নামি দেখি হামার গাড়ি আরেকটা গাড়ির ভেতর ঢুকি আছে। যারা পেছনোত আছলো, তারা ভালো আছে। আল্লাহ রহমত আছলো বাঁচি গেছুন। মুই কুমিল্লা গেছনু ধান কাটির জন্য।’
ঘটনাস্থলের পাশে মহাসড়কের ধারে দোয়ালীপাড়া গ্রামের মুমিন মিয়ার চা-বিস্কুটের দোকান। তাঁর দোকান থেকে ১০ হাত দক্ষিণে দুর্ঘটনা ঘটে। মুমিন মিয়া বলেন, ‘দোকান খুলি চায়ে তাপ দিচ্ছিলাম। এমন সময় সাইমন পরিবহনের বাসটি রানিং অবস্থায় একটি ট্রাককে ওভার টেক করার জন্য ডানে চাপলে তৃপ্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আশপাশের লোকজন দৌড়ে গিয়ে গাড়িতে থাকা লোকজনদের উদ্ধার করি। পুলিশ, ইউএনও আর ফায়ার সার্ভিসোক খবর দেই।’
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে তারাগঞ্জের দোয়ালীপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন কালাম হোসেন (৪০)। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরের রানিপুর গ্রামে। আরেকজন মুসিলম মিয়া। তিনি একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার বাসিন্দা। দুজনেই তৃপ্তি পরিবহনের সহকারী ছিলেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা তৃপ্তি পরিবহনের সহকারী। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্য জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, মরদেহ দাফনকাফনের জন্য সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৪১ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে