প্রতিনিধি
ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর উপজেলায় মালপাড়া খালের ওপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন একটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় নির্মাণের অন্তত তিন যুগেও কাজে আসছে না ৫০ ফুট দৈর্ঘ্যের নির্মিত ওই ব্রিজটি। ফলে ব্রিজটির ওপর দিয়ে পারাপার হতে পারছেন না আশপাশের অন্তত দশটি গ্রামের বাসিন্দারা। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে নাপিতেরচর-মালপাড়া রাস্তায় মালপাড়া খালের ওপর প্রায় ৩৬ বছর আগে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি।
সংযোগ সড়ক না থাকায় ব্রিজটির ওপর দিয়ে পারাপারে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়, নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাইবান্ধা কাছিমূল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তত তিন থেকে চার কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হচ্ছে। এ ছাড়া নাপিতেরচর, মরাবন, মালপাড়া, ডাকপাড়া, আদর্শগ্রাম, চন্দনপুর, ফুলারচরসহ আশপাশের দশটি গ্রামের মানুষের গাইবান্ধা গো-হাটসহ এক গ্রাম থেকে অন্য গ্রামে আসা-যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসমত আলী, মিল্লাত সরকার, আবির মিয়া, সুজন যৌথভাবে জানায়, খালের ওপর ব্রিজ থাকলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি কাজে আসছে না।
নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়া, আবেদা পারভীন, নূপুর আক্তারসহ অনেকেই জানায়, ব্রিজের সংযোগ সড়ক না থাকায় মাত্র এক কিলোমিটারের রাস্তা ঘুরপথে প্রায় চার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে।' বিশেষ করে বন্যা মৌসুমে চলাচলের দুর্ভোগ আরও বেড়ে যায়।
গাইবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাজ মাহমুদ মিয়া জানান, ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় পারাপার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ি তো দূরের কথা, ব্রিজটির ওপর দিয়ে হেঁটেও চলাচল করা যায় না। সংযোগ সড়কবিহীন সরু এই ব্রিজটি পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন জানান, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য। দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে একাধিকবার জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধান করবেন এমনটি প্রত্যাশা করি।
এলজিইডির উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তা না থাকার বিষয়টি জেনেছি। তবে সরেজমিনে দেখা হয়নি।
ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর উপজেলায় মালপাড়া খালের ওপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন একটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় নির্মাণের অন্তত তিন যুগেও কাজে আসছে না ৫০ ফুট দৈর্ঘ্যের নির্মিত ওই ব্রিজটি। ফলে ব্রিজটির ওপর দিয়ে পারাপার হতে পারছেন না আশপাশের অন্তত দশটি গ্রামের বাসিন্দারা। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
জানা গেছে, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে নাপিতেরচর-মালপাড়া রাস্তায় মালপাড়া খালের ওপর প্রায় ৩৬ বছর আগে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি।
সংযোগ সড়ক না থাকায় ব্রিজটির ওপর দিয়ে পারাপারে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়, নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গাইবান্ধা কাছিমূল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তত তিন থেকে চার কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হচ্ছে। এ ছাড়া নাপিতেরচর, মরাবন, মালপাড়া, ডাকপাড়া, আদর্শগ্রাম, চন্দনপুর, ফুলারচরসহ আশপাশের দশটি গ্রামের মানুষের গাইবান্ধা গো-হাটসহ এক গ্রাম থেকে অন্য গ্রামে আসা-যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসমত আলী, মিল্লাত সরকার, আবির মিয়া, সুজন যৌথভাবে জানায়, খালের ওপর ব্রিজ থাকলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি কাজে আসছে না।
নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়া, আবেদা পারভীন, নূপুর আক্তারসহ অনেকেই জানায়, ব্রিজের সংযোগ সড়ক না থাকায় মাত্র এক কিলোমিটারের রাস্তা ঘুরপথে প্রায় চার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে।' বিশেষ করে বন্যা মৌসুমে চলাচলের দুর্ভোগ আরও বেড়ে যায়।
গাইবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাজ মাহমুদ মিয়া জানান, ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় পারাপার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাইকেল, মোটরসাইকেল ও মাল বোঝাই ভ্যান গাড়ি তো দূরের কথা, ব্রিজটির ওপর দিয়ে হেঁটেও চলাচল করা যায় না। সংযোগ সড়কবিহীন সরু এই ব্রিজটি পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়।
গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন জানান, ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ। সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচল করা খুবই কষ্টসাধ্য। দ্রুত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলকে একাধিকবার জানানো হয়েছে। কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধান করবেন এমনটি প্রত্যাশা করি।
এলজিইডির উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তা না থাকার বিষয়টি জেনেছি। তবে সরেজমিনে দেখা হয়নি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে