রংপুর প্রতিনিধি
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে চাচা জি এম কাদের বিপুল ভোটে জয়ী হলেও রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ওই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১২৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান।
জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পান। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৩০টি। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরে ওই (রংপুর-১) আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নেয়।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন; পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। এখানকার ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে চাচা জি এম কাদের বিপুল ভোটে জয়ী হলেও রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ওই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১২৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান।
জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পান। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৩০টি। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরে ওই (রংপুর-১) আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নেয়।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন; পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। এখানকার ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে