লালমনিরহাট প্রতিনিধি
২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার দলগ্রাম ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতক গুদাম কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুদকে মামলা করা হবে। যেসব গুদাম থেকে দুই দফায় চাল উদ্ধার করা হয়েছে সেসব গুদাম মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে।’
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলগ্রাম কলাবাগান এলাকা থেকে শনিবার বিকেলে খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফেরদৌস ভারতে পালানোর জন্য সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে। সবশেষ দুই দফায় মোট সাড়ে ৫৪ মেট্রিক টন চাল উদ্ধার হলেও এখন পর্যন্ত হদিস নেই আরও ১৯৫ মেট্রিক টন চলের। যা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা ২৫টি ট্রলিতে গুদাম থেকে চাল সরিয়ে ফেলার অভিযোগ উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক গুদামে অভিযান চালিয়ে গরমিল পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। রাতেই উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা চাল উদ্ধার করেন তিনি। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ছাড়া এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা দুদক আইনে। যার তদন্তের দায়িত্ব আমাদের হাতে নেই। তছরুপকৃত চাল উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইউএনও মহোদয়। জিজ্ঞাসাবাদ শেষে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা দুদক আইনের মামলায় তাকে আদালতে পাঠাব।’
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তদন্ত কমিটি তদন্ত শুরু করেছেন। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তছরুপকৃত বাকি চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
২৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার দলগ্রাম ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পলাতক গুদাম কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুদকে মামলা করা হবে। যেসব গুদাম থেকে দুই দফায় চাল উদ্ধার করা হয়েছে সেসব গুদাম মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে।’
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলগ্রাম কলাবাগান এলাকা থেকে শনিবার বিকেলে খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফেরদৌস ভারতে পালানোর জন্য সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে। সবশেষ দুই দফায় মোট সাড়ে ৫৪ মেট্রিক টন চাল উদ্ধার হলেও এখন পর্যন্ত হদিস নেই আরও ১৯৫ মেট্রিক টন চলের। যা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা ২৫টি ট্রলিতে গুদাম থেকে চাল সরিয়ে ফেলার অভিযোগ উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক গুদামে অভিযান চালিয়ে গরমিল পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। রাতেই উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা চাল উদ্ধার করেন তিনি। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ছাড়া এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা দুদক আইনে। যার তদন্তের দায়িত্ব আমাদের হাতে নেই। তছরুপকৃত চাল উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইউএনও মহোদয়। জিজ্ঞাসাবাদ শেষে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা দুদক আইনের মামলায় তাকে আদালতে পাঠাব।’
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তদন্ত কমিটি তদন্ত শুরু করেছেন। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তছরুপকৃত বাকি চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে