দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালসহ আটজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।
দুদক দিনাজপুরের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, আজ দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। প্রথম মামলায় দিনাজপুর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ৯৩ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।
দ্বিতীয়টিতে বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণকাজে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। অন্য আসামিরা হলেন এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল মিয়া।
আরেকটি মামলায় দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া একই দিন পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর এলাকার মেসার্স আরএম ট্রেডার্স আরএম ব্রিকস ও আরএম আয়রন কারখানার স্বত্বাধিকারী মো. রাহেনুল ইসলামের বিরুদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা করেছেন।
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালসহ আটজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।
দুদক দিনাজপুরের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, আজ দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। প্রথম মামলায় দিনাজপুর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ৯৩ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।
দ্বিতীয়টিতে বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণকাজে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। অন্য আসামিরা হলেন এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল মিয়া।
আরেকটি মামলায় দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া একই দিন পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর এলাকার মেসার্স আরএম ট্রেডার্স আরএম ব্রিকস ও আরএম আয়রন কারখানার স্বত্বাধিকারী মো. রাহেনুল ইসলামের বিরুদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা করেছেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে