নীলফামারী প্রতিনিধি
বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।
বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২৪ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৩১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৩৯ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৪২ মিনিট আগে