ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইসসহ ৭ পরীক্ষার্থী গ্রেপ্তার 

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইসসহ ৭ পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পরীক্ষা চলাকালীন তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, বাকি তিনজন প্রশ্নের নকল উত্তরপত্র লিখে নিয়ে আসার অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের মো. হুমায়নের ছেলে মো. সেহানুর ও বাজেবকশা গ্রামের টঙ্কনাথ বর্মনের ছেলে পঞ্চানন চন্দ্র, পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের শমেরুলের স্ত্রী মোছা. আর্জিনা ও টাটুয়াপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে ওমর ফারুক, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আনিসুর রহমান স্ত্রী হাসনাহেনা ও আলেকসিথি গ্রামের হাসান আলীর ছেলে আনোয়ার খালেক এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন। 

এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবে। 

এ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৯৬২ জন নিয়োগ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ১০ জনকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত