চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৯: ৪৪

গাইবান্ধার ফুলছড়িতে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। গত শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে কালির বাজার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার (১৪ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আহত ব্যক্তির নাম রায়হান সরকার রাহুল। তিনি উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত ব্যক্তির নাম আনারুল ইসলাম। তিনি উদাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল অ্যান্ড কলেজ গেটসংলগ্ন এলাকার নাইম ইসলাম তাঁর পৈতৃক জমিতে বাড়ি করার জন্য সীমানা প্রাচীরের কাজ করছিলেন। এ সময় বিএনপি নেতা আনারুল ইসলাম (৩৫) ওই বাড়ির কাজে বাধা দেন এবং চাঁদা দাবি করেন। নাইম ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আনারুল ইসলাম তাঁকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

একই দিন সন্ধ্যায় নাইম ইসলাম ঘটনাটি উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সরকার রাহুলকে জানালে তিনি আনারুল ইসলামকে চাঁদা না চাওয়ার জন্য বলেন। এ সময় আনারুল ইসলামের সঙ্গে রায়হান সরকার রাহুলের একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। বিএনপির ওই নেতা রায়হান সরকার রাহুলকে হুমকি দিয়ে চলে যান।

১১ অক্টোবর দুপুরে কালির বাজার বটতলা থেকে পূর্ব পাশে ছামছুলের চায়ের দোকানে রায়হান সরকার রাহুলকে একা পেয়ে আনারুল ইসলাম তাঁকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পেটে ও গালে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন রাহুলকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাহুল বাদী হয়ে গত সোমবার আনারুল ইসলামের নামে ফুলছড়ি থানায় একটি অভিযোগ দেন।

এ বিষয়ে অভিযুক্ত আনারুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আমার অফিসার ঘটনার তদন্ত করছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত