ফাইলেরিয়া হাসপাতাল চালুর ৫ দিনের মাথায় জেনারেটর চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৮: ০৯

নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালটি নানা সংকটে এক মাস বন্ধ থাকার পর চালু হলে পাঁচ দিন পর একমাত্র জেনারেটরটি চুরি হয়ে গেছে। গত শুক্রবার রাতে হাসপাতালের দেয়াল ও তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে আজ রোববার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে হাসপাতালের পরিচালক রাকিবুল ইসলাম তুহিন চুরির ঘটনাকে হাসপাতাল নিয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতালটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে হাসপাতাল সঠিকভাবে পরিচালনায় বিঘ্ন ঘটাতেই পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সব দিক রাউন্ড দিয়ে ঘুমিয়ে পড়েন নিরাপত্তারক্ষী মারুফ হোসেন। পরদিন শনিবার সকালে উঠে বাউন্ডারি ওয়াল ও জেনারেটর রুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। পরে দেখেন সেখানকার জেনারেটরটি নেই। তাৎক্ষণিকভাবে ঘটনাটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মান্না চক্রবর্তীকে জানান তিনি।

ডা. মান্না চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জেনারেটর ব্যবহার করে হাসপাতাল চলছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নিরাপত্তারক্ষী মারুফ হোসেন আমাকে মোবাইলে জানান যে, হাসপাতাল ভবনের পেছনে জেনারেটর রুম থেকে রাতের বেলা কে বা কারা তালা ভেঙে ভেতরে ঢুকে জেনারেটরটি চুরি করে নিয়ে গেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি, জেনারেটর রুমের তালা ভাঙা ও জেনারেটরটি নেই।’

কর্মকর্তা-কর্মচারীদের ৯ মাস ধরে বেতন-ভাতা বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যায় থাকা হাসপাতালটি গত ৮ মে বন্ধ হয়ে যায়। ওই দিন হাসপাতালের অস্থায়ী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মান্না চক্রবর্তী হাসপাতালটির পরিচালককে চিঠি দিয়ে এর চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে হাসপাতাল ত্যাগ করেন। এর পর থেকে হাসপাতালটি বন্ধ রয়েছে। এ নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে সংকট সমাধানে আলোচনা করে গত ১২ জুন হাসপাতালটি আবার চালু করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত