Ajker Patrika

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, দেশের মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে, নতুন কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই। এই অবস্থায় কষ্টের আগুন নেভানোর জন্য সরকার পানি না ঢেলে মানুষের গায়ে পেট্রল ঢেলে দিয়েছে।

গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় আজ শনিবার (১৮ জানুয়ারি) এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন কিন্তু মানুষ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিছুদিন পরে ঠিকই মানুষ প্রতিক্রিয়া দেখাবে।

সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আপনারা গ্রামের মানুষ খোঁজ খবর রাখেন কিনা, জানি না। ইন্টারনেট, ওষুধ, রেস্টুরেন্টসহ প্রায় শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়েছে বর্তমান সরকার। এই গণবিরোধী যে সিদ্ধান্ত তা সাধারণ মানুষের জন্য অনেক ভোগান্তির। এমনিতেই মানুষের হাতে টাকা নাই, বিনিয়োগ নাই, নতুন কর্মসংস্থান নাই। আমাদের এ আন্দোলনে বিভিন্ন শিল্প খাতে কিছু ক্ষতি হয়েছে। এখন সরকার মানুষকে কীভাবে স্বস্তি দিবে। মানুষের এই কষ্টের আগুন নিভানোর জন্য সরকার পানি না ঢেলে পানির বদলে মানুষের গায়ে পেট্রল ঢেলে দিয়েছে।’

গণঅধিকার পরিষদের নেতা বলেন, তাঁরা আশা করেছিলেন গণ-অভ্যুত্থানের পর অভ্যুত্থানের অংশীদার বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সবাইকে নিয়ে একটা সর্বদলীয় জাতীয় সরকার হবে। সেটা হলে আজকে অন্তর্বর্তী সরকারকে যেসব পরিস্থিতি মোকাবিলা করা লাগছে, সেই সমস্যাগুলো থাকত না।

বিদেশিরাও এখন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে উল্লেখ করে নুর বলেন, দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এত দিন যেভাবে বলেছিল, রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন হবে। এখন সময় বেঁধে দিচ্ছে, ছয় মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। কারণ, এই সরকারে যাঁরা আছেন তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
মতবিনিময় সভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

বর্তমান পরিস্থিতিতে কোনো দল এককভাবে যদি সরকার গঠন করে, সে সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন নুর। তিনি বলেন, তাতে পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে তারা। কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল।’

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিব এতে সভাপতিত্ব করেন। গণঅধিকার পরিষদ রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ এতে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ, ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত