গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image
রায় ঘোষণার পর আরিফ বিল্লাহকে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার ঘটনায় মো. আরিফ বিল্লাহ (৩৬) নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আরিফ বিল্লাহ জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের আবদুস ছাত্তার মণ্ডলের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ এই তথ্য জানিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ার আরিফ বিল্লাহ সঙ্গে তাঁর মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে আরিফের সঙ্গে তাঁর বড় ভাই শহিদুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন। তাতে গুরুতর অবস্থায় শহিদুলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।

পরদিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় আরিফ বিল্লাহকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামিপক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।

বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ে আমরা সন্তুষ্ট।’

আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, ‘এ রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে আমরা ন্যায়বিচার পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত