নীলফামারীতে শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ২০: ২১
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০: ৩১

নীলফামারীতে গত আট দিনে দেখা মেলেনি সূর্যের। আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে জবুথবু নিম্ন আয়ের মানুষ। এ অবস্থা আরও কয়েক দিন চলবে বলে জানান আবহাওয়া কর্মকর্তারা। 

এর আগে ২ জানুয়ারি জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর ঝলমলে রোদে শীতের তীব্রতা কিছুটা কমতে থাকলেও ৯ জানুয়ারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, জেলায় মঙ্গলবার সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ৪ কিলোমিটার। ঘন কুয়াশার কারণে বেলা ২টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকছে। 

তিনি বলেন, এ অবস্থা আরও দুই দিন চলবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা থাকবে।’ 

এদিকে জেলায় তীব্র শীত মোকাবিলায় প্রশাসনসহ বিভিন্ন উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখে গেছে। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে জেলার ছয় উপজেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। সরকারিভাবে আরও ২০ হাজার কম্বল বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে। 

আজ (মঙ্গলবার) বেলা ৩টার দিকে রূপালী ব্যাংকের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় আট শতাধিক কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এ সময় ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, ডায়াবেটিক সমিতির সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, রূপালী ব্যাংকের রংপুর বিভাগের প্রধান আবুল হাসান, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, রুপালী ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

একই সময় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ এলাকায় পূবালী ব্যাংকের ৩৫০টি কম্বল বিতরণ করে ব্যাংকার্স ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, একই ব্যাংকের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও রংপুর অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান, একই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবার রহমান চৌধুরী প্রমুখ। 

এর আগে দুপুরে জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের ৯২ জন উপকারভোগীর মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত