বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।
মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।
মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে