সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ২২: ১১
আপডেট : ২৪ মে ২০২৩, ২২: ৪৮

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা আব্দুল খালেক মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে আজ দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল খালেক (৫৬) জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য ও ছাত্রদলের সাবেক সহসভাপতি। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুর সংস্কারের ঠিকাদারি কাজ দেখতে সেখানে যান তিনি। জোহরের নামাজ পড়ার জন্য হেঁটে সড়ক অতিক্রমের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এরপর প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত