কুড়িগ্রাম প্রতিনিধি
দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবদাস দত্ত মজুমদার।
রেজিস্ট্রার জানান, এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই অনুষদে প্রথম বছর ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি।
দেবদাস দত্ত মজুমদার বলেন, ‘আপাতত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ব্যবহার করা হবে। এ বছর আমরা সেখানে ক্যাম্পাস চালুর প্রস্তুতি নেব।’
জনবল নিয়োগ প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, ‘আজ জনবলসংক্রান্ত বিষয় নিয়ে ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ভিসি স্যার প্রেজেন্টেশন দিয়েছেন। আশা করছি পরবর্তী সভায় ইউজিসি কর্তৃপক্ষ জনবল চাহিদা অনুমোদন দেবেন। এরপর আমরা তা চ্যান্সেলর মহোদয়ের কাছে পাঠাব।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষ ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে। সেটি সবুজ পাতায় স্থানও পেয়েছে। ভবিষ্যতে সেটি একনেক সভায় উপস্থাপন করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, এই ৬০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং ফিজিবিলিটি স্টাডি কাজে ব্যয়ের পরিকল্পনা ধরা হয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা ২৫০ একর জমির অনুমোদন পেয়েছি। ডিপিপি অনুমোদন পেলে জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।’
প্রায় এক দশক ধরে বন্ধ কুড়িগ্রাম টেক্সটাইল মিলসকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড এই অনুমতি দেয়।
দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবদাস দত্ত মজুমদার।
রেজিস্ট্রার জানান, এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই অনুষদে প্রথম বছর ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি।
দেবদাস দত্ত মজুমদার বলেন, ‘আপাতত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ব্যবহার করা হবে। এ বছর আমরা সেখানে ক্যাম্পাস চালুর প্রস্তুতি নেব।’
জনবল নিয়োগ প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, ‘আজ জনবলসংক্রান্ত বিষয় নিয়ে ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ভিসি স্যার প্রেজেন্টেশন দিয়েছেন। আশা করছি পরবর্তী সভায় ইউজিসি কর্তৃপক্ষ জনবল চাহিদা অনুমোদন দেবেন। এরপর আমরা তা চ্যান্সেলর মহোদয়ের কাছে পাঠাব।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষ ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে। সেটি সবুজ পাতায় স্থানও পেয়েছে। ভবিষ্যতে সেটি একনেক সভায় উপস্থাপন করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, এই ৬০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং ফিজিবিলিটি স্টাডি কাজে ব্যয়ের পরিকল্পনা ধরা হয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘দুই অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা ২৫০ একর জমির অনুমোদন পেয়েছি। ডিপিপি অনুমোদন পেলে জমি অধিগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।’
প্রায় এক দশক ধরে বন্ধ কুড়িগ্রাম টেক্সটাইল মিলসকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম জাকির হোসেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড এই অনুমতি দেয়।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে