মিঠাপুকুরে ২৭ হাজার টন হাঁড়িভাঙ্গা আম উৎপাদনের লক্ষ্য

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১২: ০৫
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২: ২৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ বছর ১ হাজার ২০০ হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে ২৭ হাজার টন আম উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন। এদিকে জিআই স্বীকৃতি পাওয়ায় এ বছর হাঁড়িভাঙ্গা আমের চাহিদা ও দাম দুটোই বাড়বে বলে আশা বাগানমালিকদের। 

জানা গেছে, জিআই স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙ্গা আম এখন রংপুরের ব্র্যান্ড। দীর্ঘ সাত বছরের চেষ্টায় গত ফেব্রুয়ারি মাসে হাঁড়িভাঙ্গা আমকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। 

উপজেলার হাঁড়িভাঙ্গা আম চাষি পরিষদ ও হাঁড়িভাঙ্গা আম কৃষক স্কুলের সভাপতি আব্দুস সালাম সরকার বলেন, হাঁড়িভাঙ্গা আমের জন্ম ঠিকানা ও জিআই স্বীকৃতি নিয়ে আজকের পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়সহ প্রতিবেদনগুলো কাজে লেগেছে। এ জন্য আমরা সম্পাদকসহ সবার প্রতি কৃতজ্ঞ। এ ছাড়া প্রধানমন্ত্রী উপহার হিসেবে হাঁড়িভাঙ্গা আম ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের কাছে পাঠিয়েছেন। এতে এই আমের সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে গেছে। 

কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ২৭ হাজার টন আম উৎপাদন হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত