পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেণিকক্ষের বেঞ্চ চুরি ও উদ্ধারের ঘটনার ৪ দিনেও থানায় কোনো অভিযোগ হয়নি। এমনকি বিষয়টি ওই ক্লাস্টারের শিক্ষা কর্মকর্তাও জানেন না বলে জানিয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে উপজেলার দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সংশ্লিষ্টজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়ের স্টোর রুমের তালা ভেঙে ১৮টি বেঞ্চ চুরি হয়। পরদিন বুধবার সকালে ওই বিদ্যালয়ের আয়া ও প্রহরী স্টোররুমের দরজার কবজা কাটা এবং এক স্থানে বেঞ্চের চারটি তকতা (কাঠ) দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখতে পান স্টোরে রক্ষিতসহ তৃতীয় শ্রেণির কক্ষের ৯ জোড়া বেঞ্চ নেই।
এরপর বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্কুলের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী দুদু মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি ভ্যানে স্কুলের বেঞ্চের লোহার কাঠামো লোড করতে দেখে শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা সেখানে গিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে বেঞ্চের লোহার কাঠামোগুলো উদ্ধার করেন।
তবে এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি জানিয়েছেন পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় কয়েকজনসহ সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে শিক্ষকেরা ওই মালামাল উদ্ধার করে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।’
এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি যাওয়া বেঞ্চের লোহার কাঠামোগুলো থানা-পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। যে বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে সে বাসার মালিক বাসায় থাকেন না। বাসাটি তালাবদ্ধ থাকে। ভ্রাম্যমাণ ভাঙ্গাড়ি মালামাল ক্রেতা ওই ভ্যানওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ওই ভ্যানওয়ালা নুরুজ্জামান ও শামীমের নাম বলেছেন। চুরির বিষয়টি এই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’
চুরির ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ শুধু ভ্যানওয়ালার বিবৃতির কপি নিয়েছে। তারা বিষয়টা দেখার কথা।’
এ দিকে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না, খোঁজ নিচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই সময় ছুটিতে ছিলাম। খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৪ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
১২ মিনিট আগেকমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১৮ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪০ মিনিট আগে