রংপুরে কৃষক দলের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২২: ৪০

চতুর্থ দফা অবরোধের শেষ দিনে রংপুরে কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নাশকতার প্রস্তুতিকালে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রংপুর মহানগরীর বাস টার্মিনাল, লালবাগ, পশুরাম থানাধীন এলাকাসহ কয়েকটি এলাকায় নাশকতার প্রস্তুতির খবর আসে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে দিকে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার সকাল প্রাইম মেডিকেল কলেজ রোড এবং লালবাগ এলাকা থেকে নাশকতার প্রস্তুতির গোপন খবর আসে।
 
এরপর সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির সময় হাতেনাতে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
 
এ ছাড়া নগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সে নাশকতা মামলার আসামি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত