মাঘের শীতে কাবু চিলমারীর মানুষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২: ২৭
Thumbnail image

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের চিলমারীর মানুষ। উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। শীতে বেশি কষ্ট পাচ্ছে ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলের মানুষ। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিবারণ করছে। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা ১০ ডিগ্রির সেলসিয়াসের নিচে থাকায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার ভ্যানচালক আইজল হক বলেন, এই ঠান্ডায় ভ্যান নিয়ে যেতে মন চায় না। কিন্তু বের না হলে স্ত্রী-সন্তানদের কী খাওয়াব?

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমিনুল ইসলাম বলেন, ‘সরকারিভাবে যে কম্বল পেয়েছি, তা অতি সামান্য। তাই আমি বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত