সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের আবেদনপত্রে স্ত্রী স্বাক্ষর না করায় স্বামী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান বাবু (৪০)। তিনি একই এলাকায় মৃত রোস্তম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের সামনে মিজানুর রহমানের একটি ফটো স্টুডিও রয়েছে। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর থেকে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত যেতে পারতেন না। এতে ব্যবসায় লোকসান হতে থাকে। আর্থিক সংকটে পড়ে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋণের জন্য আবেদন করেন। আবেদনপত্রে স্ত্রীর স্বাক্ষর নিয়ে আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
স্ত্রী আবেদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে তার স্বামীকে বলেন, ‘এমনিতেই আগের অনেক ঋণ আছে। এরপর তুমি অসুস্থও। তোমার কিছু হলে আমি এই ঋণগুলো পরিশোধ করব কীভাবে?’
পরদিন সোমবার সকালে মিজানুর আবারও স্বাক্ষর করার কথা বলেন। তখন স্ত্রী সাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে মিজানুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।
পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে মিজানুরকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মিজানুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের আবেদনপত্রে স্ত্রী স্বাক্ষর না করায় স্বামী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান বাবু (৪০)। তিনি একই এলাকায় মৃত রোস্তম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের সামনে মিজানুর রহমানের একটি ফটো স্টুডিও রয়েছে। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর থেকে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত যেতে পারতেন না। এতে ব্যবসায় লোকসান হতে থাকে। আর্থিক সংকটে পড়ে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋণের জন্য আবেদন করেন। আবেদনপত্রে স্ত্রীর স্বাক্ষর নিয়ে আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
স্ত্রী আবেদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে তার স্বামীকে বলেন, ‘এমনিতেই আগের অনেক ঋণ আছে। এরপর তুমি অসুস্থও। তোমার কিছু হলে আমি এই ঋণগুলো পরিশোধ করব কীভাবে?’
পরদিন সোমবার সকালে মিজানুর আবারও স্বাক্ষর করার কথা বলেন। তখন স্ত্রী সাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে মিজানুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।
পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে মিজানুরকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মিজানুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৪ মিনিট আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
১৪ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে