শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটিতে ১৮ অক্টোবর থেকে নিবন্ধিত ইজিবাইকগুলো নীল রং করা হচ্ছে। যানজট নিরসন ও অবৈধ ইজিবাইকের দৌরাত্ম্য বন্ধ করতে অভিনব এ পদ্ধতি গ্রহণ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিবন্ধিত ইজিবাইকের চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে যানজট নিরসনে অক্টোবরে সিটিবাস সার্ভিসের উদ্যোগ নেয় আরপিএমপি। এতে বাধা দেয় ইজিবাইক, অটো শ্রমিক-মালিক সংগঠনগুলো। বিক্ষোভ ও অনশন কর্মসূচির মুখে সিটিবাস সার্ভিসের সিদ্ধান্ত প্রত্যাহার করে আরপিএমপি। তাই এবার যানজট নিরসনে বৈধ ইজিবাইক চিহ্নিত করতে এ উদ্যেগ নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সরেজমিন দেখা গেছে, রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে রাখা নিবন্ধিত ইজিবাইক। এসব ইজিবাইক নীল রং করার কাজে ব্যস্ত একদল শ্রমিক।
কেউ রং প্রক্রিয়া করছেন, কেউ ইজিবাইকগুলো সারিবদ্ধ করছেন, কেউ রং স্প্রে করছে, কেউ রং করতে সহযোগিতা করছেন। নিবন্ধিত ইজিবাইকগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ কালেক্টরেট মাঠে এসে রং করছে।
রঙের কাজে নিয়োজিত রানা মিয়া নামের এক শ্রমিক জানান, রং করার জন্য প্রথমে ইজিবাইকের সামনের কাচ পিভিসি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর সাদা রং করে মাঠে শুকতে দেওয়া হয়। ৩০ মিনিট পর আবার সাদা রঙের ওপর নীল রং করা হয়।
প্রতিটি ইজিবাইক রং করার জন্য মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের উপস্থিতিতে ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা ইজিবাইকচালকদের বৈধ কাগজপত্রসহ রং করা খরচ বাবদ ৪০০ টাকা করে নেন। রং করা শেষে তাঁদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এভাবে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন শতাধিক ইজিবাইক রং করা হচ্ছে।
কালেক্টরেট মাঠে ইজিবাইকে রং করাতে আসা রংপুর নগরীর হাজীরহাট এলাকার বাসিন্দা এরশাদ আলী বলেন, ‘এ্যালা কামাই কমি গেইছে। যাত্রী চেয়ে ইজিবাইক বেশি। শহরোত যে গাড়িগুলো চলে তার তিন ভাগের দুই ভাগের লাইসেন্স নাই। আমার গাড়ি লাইসেন্স করা। পুলিশের মাইকিং শুনি নীল রং করার আসছি। এইটা যদি বাস্তবায়ন হয়—তাহইলে লাইসেন্স ছাড়া গাড়ি কমবে, যানজট কমবে, হামার কামাই বাড়বে।’
কামাল কাছনা এলাকার বাসিন্দা ও ইজিবাইকচালক নওশের আলম বলেন, ‘যেগলা গাড়ির লাইসেন্স নাই, সেই গাড়িগুলো শহরোত বেশি। সকালবেলা বাইরের উপজেলাগুলা থাকিও অনেক গাড়ি ঢুকে। বেলা বাড়ার সঙ্গে এটে যানজট নাগি যায়। এত পরিমাণে গাড়ি হইছে যে ১০ মিনিটের রাস্তা এখন ৩০ মিনিট নাগে। পুলিশ হামার গাড়ি নীল রং করাওছে। যার গাড়িত এই রং নাই তাক ধরবে। এতে রাস্তাত যানজট কমবে, দ্রুত যাত্রীক নিয়া যাবার পামো।’
নীল রং করাতে আসা আরেক ইজিবাইকচালক মোনা মিয়া বলেন, ‘ইজিবাইকের পাশাপাশি নিবন্ধিত ব্যাটারিচালিত রিকশাগুলোও রং করাতে হবে। নগরীর আটটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে নিবন্ধনহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করলে, তবেই যানজট কমে যাবে।’
মোনা মিয়া আরও বলেন, ‘যানজট কমলে দ্রুত যাবার পাব, যাত্রী স্বস্তি পাইবে। গাড়ির চার্জও বাঁচবে, কর্মঘণ্টাও বাড়বে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে, রংপুর সিটি করপোরেশন ৫ হাজার ২৪০টি ইজিবাইক এবং ৫ হাজার ১০৭টি ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দিলেও মূল নগরীতে চলছে ৪০ হাজারেরও বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা।
প্রতিদিন সকালে মিঠাপুকুর, পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জসহ রংপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে নিবন্ধনহীন ইজিবাইক-রিকশা নগরীর ভেতরে প্রবেশ করছে। ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
জেলা সুজনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, ‘নিবন্ধিত ও অনিবন্ধিত ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার কারণে নগরীতে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের এ উদ্যোগ ব্যতিক্রম। এ কার্যক্রম বাস্তবায়ন হলে অন্তত নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পারবে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর অন্যতম একটি সমস্যা যানজট। এ সমস্যা নিরসনে আমরা ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু, যান চলাচলে বিকল্প সড়কের ব্যবহার, নিবন্ধিত ইজিবাইক রং করে চিহ্নিত করা, সড়কের কার্যকর ব্যবহার, পার্কিংয়ের স্থান নির্ধারণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছি।’
যানজট নিরসনে জনপ্রতিনিধি, শ্রমিক-মালিক সংগঠন, ব্যবসায়ীসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
রংপুর সিটিতে ১৮ অক্টোবর থেকে নিবন্ধিত ইজিবাইকগুলো নীল রং করা হচ্ছে। যানজট নিরসন ও অবৈধ ইজিবাইকের দৌরাত্ম্য বন্ধ করতে অভিনব এ পদ্ধতি গ্রহণ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিবন্ধিত ইজিবাইকের চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে যানজট নিরসনে অক্টোবরে সিটিবাস সার্ভিসের উদ্যোগ নেয় আরপিএমপি। এতে বাধা দেয় ইজিবাইক, অটো শ্রমিক-মালিক সংগঠনগুলো। বিক্ষোভ ও অনশন কর্মসূচির মুখে সিটিবাস সার্ভিসের সিদ্ধান্ত প্রত্যাহার করে আরপিএমপি। তাই এবার যানজট নিরসনে বৈধ ইজিবাইক চিহ্নিত করতে এ উদ্যেগ নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সরেজমিন দেখা গেছে, রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে রাখা নিবন্ধিত ইজিবাইক। এসব ইজিবাইক নীল রং করার কাজে ব্যস্ত একদল শ্রমিক।
কেউ রং প্রক্রিয়া করছেন, কেউ ইজিবাইকগুলো সারিবদ্ধ করছেন, কেউ রং স্প্রে করছে, কেউ রং করতে সহযোগিতা করছেন। নিবন্ধিত ইজিবাইকগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ কালেক্টরেট মাঠে এসে রং করছে।
রঙের কাজে নিয়োজিত রানা মিয়া নামের এক শ্রমিক জানান, রং করার জন্য প্রথমে ইজিবাইকের সামনের কাচ পিভিসি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর সাদা রং করে মাঠে শুকতে দেওয়া হয়। ৩০ মিনিট পর আবার সাদা রঙের ওপর নীল রং করা হয়।
প্রতিটি ইজিবাইক রং করার জন্য মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের উপস্থিতিতে ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা ইজিবাইকচালকদের বৈধ কাগজপত্রসহ রং করা খরচ বাবদ ৪০০ টাকা করে নেন। রং করা শেষে তাঁদের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এভাবে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন শতাধিক ইজিবাইক রং করা হচ্ছে।
কালেক্টরেট মাঠে ইজিবাইকে রং করাতে আসা রংপুর নগরীর হাজীরহাট এলাকার বাসিন্দা এরশাদ আলী বলেন, ‘এ্যালা কামাই কমি গেইছে। যাত্রী চেয়ে ইজিবাইক বেশি। শহরোত যে গাড়িগুলো চলে তার তিন ভাগের দুই ভাগের লাইসেন্স নাই। আমার গাড়ি লাইসেন্স করা। পুলিশের মাইকিং শুনি নীল রং করার আসছি। এইটা যদি বাস্তবায়ন হয়—তাহইলে লাইসেন্স ছাড়া গাড়ি কমবে, যানজট কমবে, হামার কামাই বাড়বে।’
কামাল কাছনা এলাকার বাসিন্দা ও ইজিবাইকচালক নওশের আলম বলেন, ‘যেগলা গাড়ির লাইসেন্স নাই, সেই গাড়িগুলো শহরোত বেশি। সকালবেলা বাইরের উপজেলাগুলা থাকিও অনেক গাড়ি ঢুকে। বেলা বাড়ার সঙ্গে এটে যানজট নাগি যায়। এত পরিমাণে গাড়ি হইছে যে ১০ মিনিটের রাস্তা এখন ৩০ মিনিট নাগে। পুলিশ হামার গাড়ি নীল রং করাওছে। যার গাড়িত এই রং নাই তাক ধরবে। এতে রাস্তাত যানজট কমবে, দ্রুত যাত্রীক নিয়া যাবার পামো।’
নীল রং করাতে আসা আরেক ইজিবাইকচালক মোনা মিয়া বলেন, ‘ইজিবাইকের পাশাপাশি নিবন্ধিত ব্যাটারিচালিত রিকশাগুলোও রং করাতে হবে। নগরীর আটটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে নিবন্ধনহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করলে, তবেই যানজট কমে যাবে।’
মোনা মিয়া আরও বলেন, ‘যানজট কমলে দ্রুত যাবার পাব, যাত্রী স্বস্তি পাইবে। গাড়ির চার্জও বাঁচবে, কর্মঘণ্টাও বাড়বে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যমতে, রংপুর সিটি করপোরেশন ৫ হাজার ২৪০টি ইজিবাইক এবং ৫ হাজার ১০৭টি ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দিলেও মূল নগরীতে চলছে ৪০ হাজারেরও বেশি ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা।
প্রতিদিন সকালে মিঠাপুকুর, পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জসহ রংপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে নিবন্ধনহীন ইজিবাইক-রিকশা নগরীর ভেতরে প্রবেশ করছে। ফলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
জেলা সুজনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, ‘নিবন্ধিত ও অনিবন্ধিত ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার কারণে নগরীতে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের এ উদ্যোগ ব্যতিক্রম। এ কার্যক্রম বাস্তবায়ন হলে অন্তত নগরবাসী স্বস্তিতে চলাচল করতে পারবে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর অন্যতম একটি সমস্যা যানজট। এ সমস্যা নিরসনে আমরা ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু, যান চলাচলে বিকল্প সড়কের ব্যবহার, নিবন্ধিত ইজিবাইক রং করে চিহ্নিত করা, সড়কের কার্যকর ব্যবহার, পার্কিংয়ের স্থান নির্ধারণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছি।’
যানজট নিরসনে জনপ্রতিনিধি, শ্রমিক-মালিক সংগঠন, ব্যবসায়ীসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে