কুড়িগ্রাম প্রতিনিধি
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনঘণ্টা বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ শুক্রবার কুড়িগ্রাম শহরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন দলটির এই কেন্দ্রীয় নেতা।
খোকন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়, আওয়ামী লীগ ২০০৮ সালে সামরিক সরকার ও ভারতের সঙ্গে আঁতাত করে আর পরবর্তী সময় বিনা ভোটে ক্ষমতায় এসেছে। এ সরকার দেশের ভোট-ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের বাঁচার অধিকার হরণ করেছে। লুটপাট আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে এই সরকারের পতনঘণ্টা বেজে উঠবে।’
সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশে খোকন বলেন, ‘আপনি বলেছেন আমেরিকা আমাকে চায় না। আপনার সরকারকে কেন আমেরিকা চায় না—তা ভেবে দেখেছেন? আপনি গণতন্ত্রের নামে স্বৈরাচারীভাবে দেশ শাসন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছেন।’
পুলিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তা সরকারের হয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন, আপনাদের আমরা চিনে রাখছি। আপনাদেরও বিচার হবে। এ জন্য অতি উৎসাহী হবেন না। যদি আওয়ামী লীগের হয়ে কাজ করেন, তাহলে চাকরি ছেড়ে রাজনীতি করেন।’ বক্তব্যে খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিএনপির জনসমাবেশের বিপরীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শান্তি সমাবেশের নামে যারা আমাদের সমাবেশে বাধা দিচ্ছেন, মুক্তিযুদ্ধের শান্তি কমিটির মতো তাদেরও একদিন বিচার করা হবে।’
কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানাসহ বিএনপির জেলা ও উপজেলার নেতারা।
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনঘণ্টা বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ শুক্রবার কুড়িগ্রাম শহরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন দলটির এই কেন্দ্রীয় নেতা।
খোকন বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল নয়, আওয়ামী লীগ ২০০৮ সালে সামরিক সরকার ও ভারতের সঙ্গে আঁতাত করে আর পরবর্তী সময় বিনা ভোটে ক্ষমতায় এসেছে। এ সরকার দেশের ভোট-ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের বাঁচার অধিকার হরণ করেছে। লুটপাট আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আগামী দু-তিন মাসের মধ্যে এই সরকারের পতনঘণ্টা বেজে উঠবে।’
সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশে খোকন বলেন, ‘আপনি বলেছেন আমেরিকা আমাকে চায় না। আপনার সরকারকে কেন আমেরিকা চায় না—তা ভেবে দেখেছেন? আপনি গণতন্ত্রের নামে স্বৈরাচারীভাবে দেশ শাসন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছেন।’
পুলিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তা সরকারের হয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছেন, আপনাদের আমরা চিনে রাখছি। আপনাদেরও বিচার হবে। এ জন্য অতি উৎসাহী হবেন না। যদি আওয়ামী লীগের হয়ে কাজ করেন, তাহলে চাকরি ছেড়ে রাজনীতি করেন।’ বক্তব্যে খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিএনপির জনসমাবেশের বিপরীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শান্তি সমাবেশের নামে যারা আমাদের সমাবেশে বাধা দিচ্ছেন, মুক্তিযুদ্ধের শান্তি কমিটির মতো তাদেরও একদিন বিচার করা হবে।’
কুড়িগ্রাম শহরের এনআর প্লাজা মার্কেট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানাসহ বিএনপির জেলা ও উপজেলার নেতারা।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে