নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারীতে রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নিয়েছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে ৩ তিন ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজি চলাচল করবে—এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এর আগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে সিএনজি চলাচলকে কেন্দ্র করে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকেরা। এতে আন্তজেলাসহ দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর সঙ্গে সড়ক পথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পরে ফ্লাইটের প্রায় ৫ শতাধিক যাত্রী।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরটিএর সভা হয়। জেলা প্রশাসক ও আরটিএ সভাপতি পঙ্কজ ঘোষ এতে সভাপতিত্ব করেন। সভায় আজ মঙ্গলবার সৈয়দপুর থানার সামনে থেকে নীলফামারী শহরে চলাচলকারী সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আপত্তি জানান সিএনজি মালিক ও শ্রমিকেরা।
আরটিএর সিদ্ধান্ত অমান্য করে সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবর্তে সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে চলাচল শুরু করে। এ নিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগ সৈয়দপুর শাখার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলমের মৌখিক নির্দেশে ওয়াপদা মোড় থেকে চলাচল করার কথা জানান।
পরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সিএনজি চালকেরা আরটিএর সিদ্ধান্ত অমান্য করায় ও পুলিশ কর্মকর্তার একক সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও মহাসড়ক অবরোধ করে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা সৈয়দপুর বাস টার্মিনাল, ওয়াপদা মোড়, রাবেয়া মোড়, ডোমার ও ডিমলায় সড়কের ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধে বন্ধ হয়ে যায় উত্তরের চার জেলার সঙ্গে দেশের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ফ্লাইটের ৫ শতাধিক যাত্রী।
বাংলাদেশ সিএনজি-অটোরিকশা শ্রমিক লীগের সৈয়দপুর শাখার সভাপতি শাহিন হোসেন আজকের পত্রিকা বলেন, সৈয়দপুর টার্মিনাল থেকে সৈয়দপুর-নীলফামারী রুটে সিএনজি চলাচল করলে বাস মিনিবাস শ্রমিকদের সঙ্গে যাত্রী ওঠানামা নিয়ে দ্বন্দ্ব আরও বাড়বে। তাই শহরের বাইরে ওয়াপদা মোড় থেকে চলাচলের অনুমতি চাই প্রশাসনের কাছে। মৌখিক নির্দেশ পেয়ে ওয়াপদা মোড় থেকে চলাচল শুরু করি। তা ছাড়া আরটিএ সভায় আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান কামাল আহমেদ আজকের পত্রিকাকে জানান, আরটিএর সিদ্ধান্ত অমান্য করে একজন পুলিশ কর্মকর্তা স্টান্ডবাজি করেছেন। তিনি একক সিদ্ধান্তে ওই সভার গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন না করে সিএনজি চালকদের পক্ষ অবলম্বন করেছেন। জনগণের স্বার্থে সৈয়দপুর শহর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটের বাস স্টপেজ সরিয়ে টার্মিনালে নেওয়া হয়েছে। তেমনি শহরের ভেতর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে ওই রুটে চলাচল করবে বলে আরটিএ সিদ্ধান্ত হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম আজকের পত্রিকাকে জানান, সিএনজি চালক এবং সংগঠনের নেতৃবৃন্দের দাবির মুখে শহরের বাইরে থেকে তাদের চলাচল করতে বলা হয়েছে। এতে সিএনজি সংগঠনের পক্ষ অবলম্বন করার অভিযোগটি সত্য নয়।
নীলফামারীতে রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নিয়েছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে ৩ তিন ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়কের যান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজি চলাচল করবে—এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এর আগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে সিএনজি চলাচলকে কেন্দ্র করে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকেরা। এতে আন্তজেলাসহ দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর সঙ্গে সড়ক পথে দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পরে ফ্লাইটের প্রায় ৫ শতাধিক যাত্রী।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরটিএর সভা হয়। জেলা প্রশাসক ও আরটিএ সভাপতি পঙ্কজ ঘোষ এতে সভাপতিত্ব করেন। সভায় আজ মঙ্গলবার সৈয়দপুর থানার সামনে থেকে নীলফামারী শহরে চলাচলকারী সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আপত্তি জানান সিএনজি মালিক ও শ্রমিকেরা।
আরটিএর সিদ্ধান্ত অমান্য করে সিএনজিগুলো কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবর্তে সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড় থেকে নীলফামারী জেলা শহরে চলাচল শুরু করে। এ নিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগ সৈয়দপুর শাখার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলমের মৌখিক নির্দেশে ওয়াপদা মোড় থেকে চলাচল করার কথা জানান।
পরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সিএনজি চালকেরা আরটিএর সিদ্ধান্ত অমান্য করায় ও পুলিশ কর্মকর্তার একক সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও মহাসড়ক অবরোধ করে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা সৈয়দপুর বাস টার্মিনাল, ওয়াপদা মোড়, রাবেয়া মোড়, ডোমার ও ডিমলায় সড়কের ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধে বন্ধ হয়ে যায় উত্তরের চার জেলার সঙ্গে দেশের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ফ্লাইটের ৫ শতাধিক যাত্রী।
বাংলাদেশ সিএনজি-অটোরিকশা শ্রমিক লীগের সৈয়দপুর শাখার সভাপতি শাহিন হোসেন আজকের পত্রিকা বলেন, সৈয়দপুর টার্মিনাল থেকে সৈয়দপুর-নীলফামারী রুটে সিএনজি চলাচল করলে বাস মিনিবাস শ্রমিকদের সঙ্গে যাত্রী ওঠানামা নিয়ে দ্বন্দ্ব আরও বাড়বে। তাই শহরের বাইরে ওয়াপদা মোড় থেকে চলাচলের অনুমতি চাই প্রশাসনের কাছে। মৌখিক নির্দেশ পেয়ে ওয়াপদা মোড় থেকে চলাচল শুরু করি। তা ছাড়া আরটিএ সভায় আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান কামাল আহমেদ আজকের পত্রিকাকে জানান, আরটিএর সিদ্ধান্ত অমান্য করে একজন পুলিশ কর্মকর্তা স্টান্ডবাজি করেছেন। তিনি একক সিদ্ধান্তে ওই সভার গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন না করে সিএনজি চালকদের পক্ষ অবলম্বন করেছেন। জনগণের স্বার্থে সৈয়দপুর শহর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটের বাস স্টপেজ সরিয়ে টার্মিনালে নেওয়া হয়েছে। তেমনি শহরের ভেতর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে ওই রুটে চলাচল করবে বলে আরটিএ সিদ্ধান্ত হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম আজকের পত্রিকাকে জানান, সিএনজি চালক এবং সংগঠনের নেতৃবৃন্দের দাবির মুখে শহরের বাইরে থেকে তাদের চলাচল করতে বলা হয়েছে। এতে সিএনজি সংগঠনের পক্ষ অবলম্বন করার অভিযোগটি সত্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৮ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৩ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪১ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪৩ মিনিট আগে