ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।
আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।
আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১২ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪৪ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে