ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’
হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’
হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে