শিশুকে বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকসহ নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০: ০৫
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০: ১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মাস্তা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। নিহত ট্রাক ড্রাইভারের নাম মজনু মিয়া (৩২)। বাড়ি উপজেলার তালুককানুপুর গ্রামে। নিহত অপরজন বাসের হেলপার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত এলাকা থেকে বাস ও ট্রাক আটক করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলার ফাঁসিতলা মাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি শিশুকে বাঁচাতে গিয়ে রংপুরগামী একটি ট্রাক হার্ড ব্রেক করলে পেছন থেকে আসা রংপুরগামী বিআরটিসির একটি বাস ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং বাসের হেলপারসহ ৬ যাত্রী আহত হন। 

আহতদের দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার মারা যান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত