ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয় ভারত সরকার। কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও তা রোগী বহনের কাজে ব্যবহারের হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অ্যাম্বুলেন্সে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা নেই, ফলে এর ব্যবহার নিয়ে বেড়েছে জটিলতা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সটি চলতি বছরের মার্চ মাসে হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে। দীর্ঘ ৯ মাসেও অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের কাজে আসেনি। এটি হাসপাতালে গ্যারেজে রাখা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি জনসাধারণের ব্যবহারের জন্য। অথচ মাসের পর মাস পড়ে আছে। এতে সুফল পাচ্ছেন না তাঁরা। এমনকি জরুরি প্রয়োজনেও তা পাচ্ছে না কেউ।
অ্যাম্বুলেন্সচালক আনিছুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেটর দেওয়া হয়নি। এ কারণে গাড়ি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি ঝাঁকুনিও হয়।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব ইকুইপমেন্ট দরকার তার সবকিছু এতে নেই। আইসিইউর সকল মেশিন ও ভেন্টিলেটর দেওয়া হয়নি। অন্যদিকে এটি ব্যবহারের দিক নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুই দফা চিঠি পাঠানো হয়েছে।
ফিরোজ জামান বলেন, কর্তৃপক্ষের দিক নির্দেশনা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতেও আলোচনা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পেলে স্থানীয় ব্যবস্থাপনায় মিটিংয়ে ভাড়া নির্ধারণ করে চালানোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা থাকার কথা তা না থাকায় এর ভাড়া নির্ধারণ নিয়েও বেড়েছে জটিলতা। এত ভাড়া বহন করে আংশিক সেবা নিয়ে রোগীদের জন্য লাভ জনক হবে না বলেও জানান এই পরিচালক।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয় ভারত সরকার। কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও তা রোগী বহনের কাজে ব্যবহারের হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অ্যাম্বুলেন্সে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা নেই, ফলে এর ব্যবহার নিয়ে বেড়েছে জটিলতা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সটি চলতি বছরের মার্চ মাসে হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে। দীর্ঘ ৯ মাসেও অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের কাজে আসেনি। এটি হাসপাতালে গ্যারেজে রাখা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি জনসাধারণের ব্যবহারের জন্য। অথচ মাসের পর মাস পড়ে আছে। এতে সুফল পাচ্ছেন না তাঁরা। এমনকি জরুরি প্রয়োজনেও তা পাচ্ছে না কেউ।
অ্যাম্বুলেন্সচালক আনিছুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেটর দেওয়া হয়নি। এ কারণে গাড়ি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি ঝাঁকুনিও হয়।’
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব ইকুইপমেন্ট দরকার তার সবকিছু এতে নেই। আইসিইউর সকল মেশিন ও ভেন্টিলেটর দেওয়া হয়নি। অন্যদিকে এটি ব্যবহারের দিক নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুই দফা চিঠি পাঠানো হয়েছে।
ফিরোজ জামান বলেন, কর্তৃপক্ষের দিক নির্দেশনা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতেও আলোচনা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পেলে স্থানীয় ব্যবস্থাপনায় মিটিংয়ে ভাড়া নির্ধারণ করে চালানোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা থাকার কথা তা না থাকায় এর ভাড়া নির্ধারণ নিয়েও বেড়েছে জটিলতা। এত ভাড়া বহন করে আংশিক সেবা নিয়ে রোগীদের জন্য লাভ জনক হবে না বলেও জানান এই পরিচালক।
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১ মিনিট আগেবরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
১৩ মিনিট আগেরাজধানীর শাহবাগে সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ মিনিট আগেপাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বরে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে