নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চার বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করতে ক্রোকি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গতকাল বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর উদয়সাগর এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এটিইউ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পলাতক সক্রিয় সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী থানায় মামলা রয়েছে। মামলা নম্বর-১৩। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এ (সংশোধনী-২০১৩) মামলা হয়।
২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ীর হরিণমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে আল্লাহর দলের ছয় সদস্যকে উগ্রবাদী বই, লিফলেট ও সাংগঠনিক দলিলাদিসহ গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন সে সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে আদালত গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন।
এটিইউ জানিয়েছে, রুহুল আমিন ও তাঁর সহযোগীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হয়ে প্রচলিত শাসনব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসনব্যবস্থা কায়েম করতে চান। তাঁরা মুসলিম জাকাতব্যবস্থাকে অস্বীকার করেন এবং তাদের দলের সদস্যদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করেন।
এটিইউ আরও জানিয়েছে, রুহুল আমিন দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চার বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করতে ক্রোকি পরোয়ানা জারি করেছিলেন আদালত। গতকাল বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর উদয়সাগর এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এটিইউ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর পলাতক সক্রিয় সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী থানায় মামলা রয়েছে। মামলা নম্বর-১৩। ২০১৯ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এ (সংশোধনী-২০১৩) মামলা হয়।
২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ীর হরিণমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে আল্লাহর দলের ছয় সদস্যকে উগ্রবাদী বই, লিফলেট ও সাংগঠনিক দলিলাদিসহ গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন সে সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে আদালত গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন।
এটিইউ জানিয়েছে, রুহুল আমিন ও তাঁর সহযোগীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হয়ে প্রচলিত শাসনব্যবস্থা বিপন্ন করে তাদের কথিত শাসনব্যবস্থা কায়েম করতে চান। তাঁরা মুসলিম জাকাতব্যবস্থাকে অস্বীকার করেন এবং তাদের দলের সদস্যদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করেন।
এটিইউ আরও জানিয়েছে, রুহুল আমিন দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৮ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৯ ঘণ্টা আগে