গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় ধানের খড়ের মাচার নিচ থেকে এক ভাঙারি ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের শ্বশুরকে থানায় নিয়েছে। আজ রোববার সকালে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ছোট রুপাই আলেমার বাজার এলাকার আখতারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম—রুবেল মিয়া ওরফে খুশু (৩২)। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নীলারপাড় এলাকার আফসারুল ইসলামের ছেলে। রুবেল মিয়া বিভিন্ন এলাকা ঘুরে ভ্যানে করে ভাঙ্গারি মালপত্র কিনতেন বলে জানা গেছে।
এ ঘটনায় রুবেল মিয়ার শ্বশুর গজঘণ্টা ইউনিয়নের উমর বালাটারী গ্রামের তোহাসিন আলীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, ভাঙ্গারি ব্যবসায়ী রুবেল মিয়া গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে আখতারুলের বাড়ির সামনে ধানের খড়ের মাচার নিচে এক মহিলা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করলে মরদেহটি রুবেল মিয়ার বলে শনাক্ত হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল করেছি। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহজনক হিসেবে রুবেলের শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
রংপুরের গঙ্গাচড়ায় ধানের খড়ের মাচার নিচ থেকে এক ভাঙারি ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের শ্বশুরকে থানায় নিয়েছে। আজ রোববার সকালে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ছোট রুপাই আলেমার বাজার এলাকার আখতারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম—রুবেল মিয়া ওরফে খুশু (৩২)। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নীলারপাড় এলাকার আফসারুল ইসলামের ছেলে। রুবেল মিয়া বিভিন্ন এলাকা ঘুরে ভ্যানে করে ভাঙ্গারি মালপত্র কিনতেন বলে জানা গেছে।
এ ঘটনায় রুবেল মিয়ার শ্বশুর গজঘণ্টা ইউনিয়নের উমর বালাটারী গ্রামের তোহাসিন আলীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, ভাঙ্গারি ব্যবসায়ী রুবেল মিয়া গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে আখতারুলের বাড়ির সামনে ধানের খড়ের মাচার নিচে এক মহিলা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করলে মরদেহটি রুবেল মিয়ার বলে শনাক্ত হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল করেছি। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহজনক হিসেবে রুবেলের শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
১৬ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
৩০ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৪৪ মিনিট আগে