Ajker Patrika

জগন্নাথপুরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত কয়েক দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া  আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ৪৬ জন শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্ত শিশুদের মধ্যে অধিকাংশ ৬ মাস থেকে এক বছরের বয়সী।

হাফিজা বেগম নামের এক গৃহবধূ বলেন, ‘ছেলে দুই দিন যাবৎ নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কিছুটা ভালো আছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪৬ জন শিশু ভর্তি আছে। তার মধ্যে ৮ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত ও ৩৮ জন শিশু  নিউমোনিয়ায় আক্রান্ত।’  

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, ‘গত কয়েক দিন ধরে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিশেষ  নজরদারির মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত