নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন।
নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’
সিলেটে এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর তরুণীর সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট উদ্ধার করে দেবেন বলে টাকা দাবি করেন এক যুবক। বিকাশে একাধিকবার টাকা দিলেও ফেরত মেলেনি হ্যাকড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট। মোশারফ হোসেন আকিল (২০) নামের এক যুবক এভাবে সিলেটের ওই তরুণীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন বলে দাবি করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।
গতকাল সোমবার রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে তাঁকে আটক গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোশারফ রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সী ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেল করতেন।
নগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমি-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) ও সিলেটের এক মেয়েসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসবুক হ্যাক করে টাকা দাবি করতেন আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ওই যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ওই যুবক প্রচারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। এরপর নগর পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুদিপ দাশ বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে