শোকজের জবাব দিয়েছেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৮
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ২২

নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া বিধি ভঙ্গের শোকজের উত্তর দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জজকোর্টে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সিনিয়র সহকারী জজ সবুজ পালের কাছে লিখিতভাবে জবাব দেন। 

এরপর শোকজ প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি এর সঙ্গে কোনভাবেই জড়িত না। আমার সেখানে কোনো প্রোগ্রামও ছিল না। আমি জবাবে এটাও বলেছি, যেহেতু আমি আইনের মানুষ, যাতে কোনো বিধি লঙ্ঘন না হয়।’ তবে তার উত্তরে নির্বাচনী অনুসন্ধান কমিটি সন্তুষ্ট হয়েছে কি না, জবাবে সুমন বলেন, ‘আমি আমার উত্তর দিয়েছি। কমিটি সন্তুষ্ট হয়েছে কি না, তা পরে জানা যাবে।’

ব্যারিস্টার সুমন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে বা প্রার্থী হিসেবে মাত্র দুই সপ্তাহ। এর আগেই তো একজন ফুটবলার হিসেবে বা ফেসবুকে জনপ্রিয় হিসেবে মনে করা হয়। ফেসবুকে আমার সাত মিলিয়ন ফলোয়ারস রয়েছে। আমি যেখানেই দাঁড়াই, সেখানেই কিছু মানুষ এসে যায়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত