সিলেট প্রতিনিধি
ভুয়া দলিলে চার কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নেওয়ার অপরাধে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই মো. মুসলিম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল বুধবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করেন বিচারক মো. বজলুর রহমান। তবে এই মামলার তিন নম্বর আসামি লিয়াকত আলী গত ১০ নভেম্বর একই আদালতে জামিন পান।
এর আগে গত ১ মার্চ আদালতে অভিযোগপত্রটি জমা দেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। পরে ২৮ অক্টোবর আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী জানান, মামলার প্রধান আসামি আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজির উদ্দিন, মো. মীর জাহান ও তৎকালীন সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার পলাতক রয়েছেন।
জৈন্তাপুরে চার কোটি টাকারও বেশি মূল্যের সরকারি ভূমি দখলে নিয়ে ভুয়া তথ্যে নিজের নামে দলিল করে নেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলা পরিষদ ভবনের বিপরীতে উপজেলা সদর বাজারে জমিটির অবস্থান। স্থানীয় আখলাকুল আম্বিয়া চৌধুরী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি এ ভূমিটি দখল করে রেখেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৫ সালে সরকারের পক্ষে রায় দেন উচ্চ আদালত।
পরে জমিটি দখলে রাখতে আম্বিয়া চৌধুরী ওই বছরের ২৭ এপ্রিল অবৈধভাবে পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত করেন লিয়াকত আলীর ভাই মুসলিম আলীকে। এর ২১ দিনের মাথায় ১৮ মে মুসলিম আলী জমিটি মাত্র ৪ লাখ টাকায় দলিল করে দেন লিয়াকত আলীকে।
২০১৮ সালের ৭ মার্চ সিলেটের সিনিয়র বিশেষ জজ আদালতে জৈন্তাপুরের করগ্রামের মনির আহমদ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের চার কোটি টাকা মূল্যের সরকারি ভূমি অবৈধভাবে কেনাবেচার অভিযোগে মামলা করেন। পরে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করে দুদক।
ভুয়া দলিলে চার কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নেওয়ার অপরাধে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই মো. মুসলিম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গতকাল বুধবার সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করেন বিচারক মো. বজলুর রহমান। তবে এই মামলার তিন নম্বর আসামি লিয়াকত আলী গত ১০ নভেম্বর একই আদালতে জামিন পান।
এর আগে গত ১ মার্চ আদালতে অভিযোগপত্রটি জমা দেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। পরে ২৮ অক্টোবর আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী জানান, মামলার প্রধান আসামি আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজির উদ্দিন, মো. মীর জাহান ও তৎকালীন সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার পলাতক রয়েছেন।
জৈন্তাপুরে চার কোটি টাকারও বেশি মূল্যের সরকারি ভূমি দখলে নিয়ে ভুয়া তথ্যে নিজের নামে দলিল করে নেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলা পরিষদ ভবনের বিপরীতে উপজেলা সদর বাজারে জমিটির অবস্থান। স্থানীয় আখলাকুল আম্বিয়া চৌধুরী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি এ ভূমিটি দখল করে রেখেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৫ সালে সরকারের পক্ষে রায় দেন উচ্চ আদালত।
পরে জমিটি দখলে রাখতে আম্বিয়া চৌধুরী ওই বছরের ২৭ এপ্রিল অবৈধভাবে পাওয়ার অব অ্যাটর্নি নিযুক্ত করেন লিয়াকত আলীর ভাই মুসলিম আলীকে। এর ২১ দিনের মাথায় ১৮ মে মুসলিম আলী জমিটি মাত্র ৪ লাখ টাকায় দলিল করে দেন লিয়াকত আলীকে।
২০১৮ সালের ৭ মার্চ সিলেটের সিনিয়র বিশেষ জজ আদালতে জৈন্তাপুরের করগ্রামের মনির আহমদ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের চার কোটি টাকা মূল্যের সরকারি ভূমি অবৈধভাবে কেনাবেচার অভিযোগে মামলা করেন। পরে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা করে দুদক।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে