Ajker Patrika

মৌলভীবাজারে ৩ লাখ মানুষ পানিবন্দী, ১৪ বাঁধে ভাঙন 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৭: ০২
মৌলভীবাজারে ৩ লাখ মানুষ পানিবন্দী, ১৪ বাঁধে ভাঙন 

মৌলভীবাজারে কয়েক দিনের টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধলাই ও মনু নদের ১৪ প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। বেশ কয়েকটি সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও জেলার নদ–নদীর পানি কমতে শুরু করেছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মনু নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মনু নদের চাঁদনীঘাটে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে পানি। ধলাই নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ও জুড়ী নদীর ভবানীপুর পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল রাতের তুলনায় নদীর পানি কমতে শুরু করেছে। বৃষ্টি না হলে পানি দ্রুত কমে যাবে। 

বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদের অন্তত ১০ স্থানে ও ধলাই নদের ৪ স্থানে প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাতে কুলাউড়া ও রাজনগর উপজেলায় নতুন করে মনু নদের বাঁধ ভাঙন দেখা দেওয়ায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম এবং ধলাই নদের বিভিন্ন প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় পাঁচ হাজার মানুষ উঠেছেন আশ্রয়কেন্দ্রে। 

জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, জুড়ী, বড়লেখা ও সদর উপজেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় তিন লাখ মানুষ। ত্রাণ কার্যক্রম চালু হলেও বেশির ভাগ এলাকায় পানিবন্দী মানুষ কোনো ত্রাণ বা শুকনো খাবার পায়নি। অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। বন্যায় তলিয়ে গেছে আউশ ও আমন ফসলের মাঠ। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষ। 

কুলাউড়া উপজেলার বাসিন্দা সাজিদ মিয়া বলেন, ‘গতকাল রাতে মনু নদের পানি বেড়ে যাওয়ায় আমার ঘরবাড়ি ডুবে গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। জানি না এখন কোথায় যাব।’ 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাদু মিয়া জানান, বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৫০ টন চাল ও নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ উঠেছে। আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। 

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ‘অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব কটি নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। এখনো সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন নদীর ঝুঁকিপূর্ণ স্থানে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।’ 

মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম আজকের পত্রিকাকে বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ চলছে। এলাকাবাসী বাঁধ সংস্কারের কাজ করছেন। নগদ অর্থ ও ত্রাণ কার্যক্রম চালু আছে। আশ্রয়কেন্দ্রে যারা উঠেছে তাদের সবকিছু দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত