সুনামগঞ্জ প্রতিনিধি
পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।
পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।
রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সোয়া ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার এই সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এ সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
২৪ মিনিট আগেসরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল চুরি হয়। গতকাল বুধবার রাতে ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে এসব চুরি হয়।
১ ঘণ্টা আগে