ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবি ডিলার মো. সোহাগ।
এদিকে পণ্য লুট হওয়ায় আজ বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ডিলার সোহাগ বলেন, ‘১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে চরম উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ‘ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। আমি তাঁকে বলি, আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা।’
আরেক অভিযুক্ত স্থানীয় তাহের মিয়া বলেন, ‘যে ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
ইউপি সচিব নুরুজ্জামান বলেন, ‘আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরও দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। ডিলার আমার কথা শোনেনি। ফলে এই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির পণ্য লুট হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন টিসিবি ডিলার মো. সোহাগ।
এদিকে পণ্য লুট হওয়ায় আজ বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের খালি হাতে ফিরতে হয়েছে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়।
ডিলার সোহাগ বলেন, ‘১ হাজার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশসহ বাকিরা এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, অভিযুক্তদের আইনের আওতায় এনে যেন জিজ্ঞাসাবাদ করেন। তাহলেই সব তথ্য বেরিয়ে আসবে।’
তাহেরা বানু নামে এক উপকারভোগী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, পণ্যগুলো পেলে চরম উপকার হতো। আমাদের রিজিকের ওপর যারা হাত দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত গ্রাম পুলিশ আসোম উদ্দিন বলেন, ‘ডিলার আমাকে বলে টিসিবির পণ্যগুলো পাহারা দিলে ৫০০ টাকা দিবে। আমি তাঁকে বলি, আমি অসুস্থ মানুষ, এক হাজার টাকা দেন অন্য কাউকে দিয়ে পাহারা দেওয়াই। পরে ডিলার আর আমাকে কিছু না বলে চলে যায়। আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে দেখি টিসিবির পণ্য রাখা রুমের দরজা-জানালা ভাঙা।’
আরেক অভিযুক্ত স্থানীয় তাহের মিয়া বলেন, ‘যে ঘরটিতে পণ্য রাখা হয়েছিল, সেটার দরজা-জানালা আগে থেকেই ভাঙা ছিল। তাই বলেছিলাম দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। কিন্তু ডিলার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আমি চলে যাই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা সত্য নয়।’
ইউপি সচিব নুরুজ্জামান বলেন, ‘আমি ডিলারকে বলেছিলাম, গ্রাম পুলিশের সঙ্গে আরও দুই-তিনজন পাহারাদার ব্যবস্থা করতে। ডিলার আমার কথা শোনেনি। ফলে এই ঘটনা ঘটেছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। লুট হওয়া মালামাল উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’
ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানে নাশতা করতে বসা এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরায় ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবচার আলী (৫৫)।
১০ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমানে একটা নির্বাচন কমিশন রয়েছে, তারা বলছে ইতিহাসের সবচেয়ে ভালো নাকি নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের অ্যাসিড টেস্ট দেখতে চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জাতীয় নির্বাচনে দেশ চলবে পাঁচ বছর। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন...
৪১ মিনিট আগেব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল, ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয়, বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকল। আমরা ঢাকার সবুজ ফিরিয়
১ ঘণ্টা আগেকামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকার পতনের পর পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগে