সিলেট প্রতিনিধি
সরকার দেশের নৌপথগুলো সচল করে ভারতের সঙ্গে পণ্য আনা ও নৌ-যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ এবং খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া করা হতো। ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট রুটে ৬ লেন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পুরোটাই বদলে যাবে সিলেট। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।
সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত করা হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের রেললাইনের আধুনিকায়ন করা হবে।
বক্তব্য শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সরকার দেশের নৌপথগুলো সচল করে ভারতের সঙ্গে পণ্য আনা ও নৌ-যোগাযোগ স্থাপন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নদীপথে পণ্য আনা-নেওয়া সহজ এবং খরচও কম। একসময় সিলেট থেকে সরাসরি কলকাতা ও দিল্লিতে নৌপথে পণ্য আনা-নেওয়া করা হতো। ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। নৌপথগুলো সচল করে সারা ভারতের সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট রুটে ৬ লেন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পুরোটাই বদলে যাবে সিলেট। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সহজেই রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে।
সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত করা হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেটের রেললাইনের আধুনিকায়ন করা হবে।
বক্তব্য শেষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে