প্রতিনিধি
জৈন্তাপুর (সিলেট): সিলেট জৈন্তাপুর উপজেলায় পরিবেশের ক্ষতি করে পাহাড় ও টিলা কর্তন এবং পাথর উত্তোলন রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার আলুবাগান, মোকামপুঞ্জি সুপারি জুম এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার ক্রাশার মিল গুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া ৪ নম্বর বাংলা বাজার এলাকার নদীর পাড় কর্তন কাজে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। পরে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোয়েন্দা সংস্থার টিম এ অভিযানে অংশ নেয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর), চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের টিলা ও পাহাড় কর্তন করে পরিবেশের বিপর্যয় সৃষ্টি করে আসছে প্রভাবশালী পাথর ও ভূমি খেকু চক্র। নির্বিচারে পরিবেশের ক্ষতি সাধন করে আসছেন তাঁরা। কিছু আগে পূর্বে সিলেটে সিরিজ ভূকম্পের উৎপত্তি স্থল হিসেবে জৈন্তাপুর শনাক্ত হয়। ভূমিকম্পের জোন হিসেবে চিহ্নিত হয়েছে জৈন্তাপুর উপজেলাও। পাহাড় টিলা কর্তন এবং পাথর উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষা করতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোকামপুঞ্জি খাসিয়া আধিবাসী নেতা হেনরী লামিন, ভিভেনসন খাসিয়া ও মিম খাসিয়া তাঁদের সুপারি জুম খনন করে পাথর উত্তোলন করা আসছিলেন। এখানে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন, ২টি পাম্প মেশিন পুড়ে ফেলা হয়। অপরদিকে ৪নম্বর বাংলাবাজার স্কুলের পেছনে নদীর ধারে অভিযান পরিচালনা করে ৪টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
অধিদপ্তর আরও জানায়, সুপারি জুম, পাহাড় টিলা, নদীর পাড় খনন কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নোটিশ করা হবে। নোটিশের জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাপুর (সিলেট): সিলেট জৈন্তাপুর উপজেলায় পরিবেশের ক্ষতি করে পাহাড় ও টিলা কর্তন এবং পাথর উত্তোলন রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার আলুবাগান, মোকামপুঞ্জি সুপারি জুম এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার ক্রাশার মিল গুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া ৪ নম্বর বাংলা বাজার এলাকার নদীর পাড় কর্তন কাজে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। পরে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোয়েন্দা সংস্থার টিম এ অভিযানে অংশ নেয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর), চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের টিলা ও পাহাড় কর্তন করে পরিবেশের বিপর্যয় সৃষ্টি করে আসছে প্রভাবশালী পাথর ও ভূমি খেকু চক্র। নির্বিচারে পরিবেশের ক্ষতি সাধন করে আসছেন তাঁরা। কিছু আগে পূর্বে সিলেটে সিরিজ ভূকম্পের উৎপত্তি স্থল হিসেবে জৈন্তাপুর শনাক্ত হয়। ভূমিকম্পের জোন হিসেবে চিহ্নিত হয়েছে জৈন্তাপুর উপজেলাও। পাহাড় টিলা কর্তন এবং পাথর উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষা করতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোকামপুঞ্জি খাসিয়া আধিবাসী নেতা হেনরী লামিন, ভিভেনসন খাসিয়া ও মিম খাসিয়া তাঁদের সুপারি জুম খনন করে পাথর উত্তোলন করা আসছিলেন। এখানে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন, ২টি পাম্প মেশিন পুড়ে ফেলা হয়। অপরদিকে ৪নম্বর বাংলাবাজার স্কুলের পেছনে নদীর ধারে অভিযান পরিচালনা করে ৪টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
অধিদপ্তর আরও জানায়, সুপারি জুম, পাহাড় টিলা, নদীর পাড় খনন কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নোটিশ করা হবে। নোটিশের জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে