হবিগঞ্জে দায়িত্ব পালনের সময় হৃদ্‌রোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৫: ৩৭

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক। আজ বুধবার সদর উপজেলায় পৌর এলাকার উমেদনগর কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এমদাদুল হকের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক মোল্লা আবেদ রেজা। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই এমদাদুল হকের মৃত্যু হয়েছে। আমার ধারণা হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা জানান, ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত এমদাদুল হক আজ  ভোরে হবিগঞ্জ পৌরসভার উমেদনগরে যান। সেখানে সকাল ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমদাদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানান সহকর্মী বাশার। তিনি বলেন, ‘এমদাদুলের একমাত্র ছেলে অষ্টম শ্রেণির ছাত্র। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হবিগঞ্জে চাকরিতে ছিলেন। তাঁর বাড়ি পাবনায়।’

এলজিইডির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, আজ দুপুর সাড়ে ১২টায় অফিস চত্বরে জানাজা শেষে মরদেহ পাবনায় পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত