শাবিপ্রবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আবাসিক ছাত্রী হল হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে গতকাল রোববার মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা করেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীকালে এর প্রতিবাদে আজ বেলা ১১টায় আন্দোলনকারীদের একাংশ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীদের আবাসিক হলের দিকে যায়। পরে হলের ছাত্রীরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের জোরালো দাবি জানান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’সহ নানান স্লোগান দেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি করে গতকাল মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রী হলের দিকে গেলে দুই শতাধিক ছাত্রী মিছিলে যোগ দেন। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল এলাকা হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এলে দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবন ‘ডি’–এর সামনে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এ সময় ছাত্রলীগ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মানবপ্রাচীর তৈরি করে বিক্ষোভ করতে বাধা দেন। কোটা আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের হামলায় মোট তিনজন আহত হয়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আবাসিক ছাত্রী হল হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে গতকাল রোববার মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা করেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীকালে এর প্রতিবাদে আজ বেলা ১১টায় আন্দোলনকারীদের একাংশ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীদের আবাসিক হলের দিকে যায়। পরে হলের ছাত্রীরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের জোরালো দাবি জানান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’সহ নানান স্লোগান দেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি করে গতকাল মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্রী হলের দিকে গেলে দুই শতাধিক ছাত্রী মিছিলে যোগ দেন। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল এলাকা হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এলে দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবন ‘ডি’–এর সামনে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এ সময় ছাত্রলীগ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মানবপ্রাচীর তৈরি করে বিক্ষোভ করতে বাধা দেন। কোটা আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের হামলায় মোট তিনজন আহত হয়েছেন।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে