হবিগঞ্জ প্রতিনিধি
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় খুশি হবিগঞ্জের চা-শ্রমিকেরা। তবে কর্মবিরতি পালন করা এই শ্রমিকেরা আজ রোববার কাজে ফেরেননি।
শ্রমিকেরা বলছেন, রোববার সাপ্তাহিক ছুটির কারণে কাজে ফেরেননি তাঁরা। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি কাজে ফিরবেন। কাজে না ফিরলেও ১৭০ টাকা মজুরিকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকেরা খুবই খুশি।’
তিনি বলেন, ‘তবে আজ রোববার বাগানে সাপ্তাহিক বন্ধের দিন। তাই কোনো শ্রমিক কাজে ফেরেননি। আগামীকাল থেকে যথারীতি কাজে যাবেন। তবে বাগানের মালিক পক্ষ যদি চায়, তাহলে নগদ তলবে শ্রমিকেরা কাজে যেতে প্রস্তুত আছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক নারী সংগঠনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ‘আমাদের দাবি ছিল ৩০০ টাকা মজুরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন, আমরা তাতেই খুশি। আমরা আনন্দ নিয়ে সোমবার থেকে কাজে ফিরে যাব।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছি এবং রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করেছি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় খুশি হবিগঞ্জের চা-শ্রমিকেরা। তবে কর্মবিরতি পালন করা এই শ্রমিকেরা আজ রোববার কাজে ফেরেননি।
শ্রমিকেরা বলছেন, রোববার সাপ্তাহিক ছুটির কারণে কাজে ফেরেননি তাঁরা। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি কাজে ফিরবেন। কাজে না ফিরলেও ১৭০ টাকা মজুরিকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকেরা খুবই খুশি।’
তিনি বলেন, ‘তবে আজ রোববার বাগানে সাপ্তাহিক বন্ধের দিন। তাই কোনো শ্রমিক কাজে ফেরেননি। আগামীকাল থেকে যথারীতি কাজে যাবেন। তবে বাগানের মালিক পক্ষ যদি চায়, তাহলে নগদ তলবে শ্রমিকেরা কাজে যেতে প্রস্তুত আছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক নারী সংগঠনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ‘আমাদের দাবি ছিল ৩০০ টাকা মজুরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন, আমরা তাতেই খুশি। আমরা আনন্দ নিয়ে সোমবার থেকে কাজে ফিরে যাব।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছি এবং রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করেছি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১৮ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
৩৬ মিনিট আগে