নিজস্ব প্রতিবেদক, সিলেট
দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’
রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’
এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’
রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’
এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে