Ajker Patrika

ছাত্র আন্দোলনে মোস্তাকের মৃত্যু, সাবেক মেয়র আতাউর রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি
ছাত্র আন্দোলনে মোস্তাকের মৃত্যু, সাবেক মেয়র আতাউর রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাকের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ফখরুল ইসলাম এই আদেশ দেন। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে র‍্যাব ২ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ন কবিরসহ একদল পুলিশ ঢাকায় যায়। রাতেই তাকে ধানমন্ডি থানা থেকে হবিগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ সেপ্টেম্বর তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। 

মামলার অভিযোগে জানা যায়, হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২ আগস্ট শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুললে সারা শহরে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। ছাত্র-জনতার প্রতিরোধের মুখে একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র থেকে বৃষ্টির মত গুলি ছোড়ে। এ সময় তাদের গুলিতে মোস্তাক আহমেদ নিহত হন। পরদিন ৩ আগস্ট তার ভাই এসে মরদেহ বুঝে নেন। 

অভিযোগে আরও জানা যায়, আতাউর রহমান সেলিমের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করলে মোশাহিদ নামে একজনের মাথার পেছনে লাগলে গুরুতর আহত হয়। 

এ ঘটনায় গত ২১ আগস্ট হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম মামুন বাদী হয়ে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরসহ ১১১ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলায় পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ ১১১ জনের নাম উল্লেখ করা হয়। 

আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন-মোস্তাক হত্যা মামলায় আতাউর রহমান সেলিমের ১ দিনের রিমান্ড মঞ্জুর ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সেই সঙ্গে আতাউর রহমান সেলিম সাবেক মেয়র হিসাবে ডিভিশন পাবার জন্য আবেদন করেছিলেন। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন-মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত