নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের লাঞ্ছিত করে হামলার চেষ্টা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেন চিকিৎসকেরা।
আজ সোমবার রাতে কর্মবিরতি ঘোষণার পরপরই হাসপাতালের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে হাসপাতালের পরিচালকের দাবি, আপাতত ইন্টার্নদের ছাড়াও চলবে। চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে হাসপাতালের ষষ্ঠ তলার ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের শ্রীরামপুরের শাহাব উদ্দিন (৭০) নামে এক রোগী মারা যান। তিনি গতকাল রোববার রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ওই ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করে হামলার চেষ্টা করেন স্বজনেরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনেরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেছেন। এ সময় চিকিৎসকেরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনেরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষে ও নার্সের কক্ষে ভাঙচুর চালান।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতা মো. মোস্তাকিম শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রোগীর স্বজনেরা মৃত্যু মেনে নিতে পারেন না। তাঁরা ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালান। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
এ ঘটনার প্রতিবাদে আজ রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদারের সই করা বিবৃতিতে বলা হয়, রোগীর স্বজন নামধারী কতিপয় লোক ৩৫ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালায়। তারা ইন্টার্ন চিকিৎসকদের ক্রমাগত ভীতি প্রদর্শন, হুমকি দেয় এবং শারীরিক হেনস্তা করার চেষ্টা চালায়। এ ছাড়া তারা ডিউটি ডাক্তারের রুম ও নার্সেস স্টেশনে ভাঙচুর করে।
এ ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই এবং পর্যাপ্ত নিরাপত্তা নেই। অতীতেও আমাদের সহকর্মীদের সঙ্গে এ রকম ঘটনা ঘটেছে। যার কোনো স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এমতাবস্থায় হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা এবং দোষীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হলো।
হেনস্তা ও ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে মারা যাওয়া রোগীর স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক ভূঞা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট ডেকেছেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। রোগীর স্বজনেরা ডিউটি ডাক্তারের রুম, নার্সেস স্টেশন ও ইসিজি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর করেছেন। এখনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে রাতে আপাতত ইন্টার্নদের ছাড়াও চলবে। চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে না।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের লাঞ্ছিত করে হামলার চেষ্টা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেন চিকিৎসকেরা।
আজ সোমবার রাতে কর্মবিরতি ঘোষণার পরপরই হাসপাতালের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে হাসপাতালের পরিচালকের দাবি, আপাতত ইন্টার্নদের ছাড়াও চলবে। চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে হাসপাতালের ষষ্ঠ তলার ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের শ্রীরামপুরের শাহাব উদ্দিন (৭০) নামে এক রোগী মারা যান। তিনি গতকাল রোববার রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুর এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ওই ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করে হামলার চেষ্টা করেন স্বজনেরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনেরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেছেন। এ সময় চিকিৎসকেরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনেরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষে ও নার্সের কক্ষে ভাঙচুর চালান।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতা মো. মোস্তাকিম শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রোগীর স্বজনেরা মৃত্যু মেনে নিতে পারেন না। তাঁরা ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালান। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
এ ঘটনার প্রতিবাদে আজ রাতে বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদারের সই করা বিবৃতিতে বলা হয়, রোগীর স্বজন নামধারী কতিপয় লোক ৩৫ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালায়। তারা ইন্টার্ন চিকিৎসকদের ক্রমাগত ভীতি প্রদর্শন, হুমকি দেয় এবং শারীরিক হেনস্তা করার চেষ্টা চালায়। এ ছাড়া তারা ডিউটি ডাক্তারের রুম ও নার্সেস স্টেশনে ভাঙচুর করে।
এ ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই এবং পর্যাপ্ত নিরাপত্তা নেই। অতীতেও আমাদের সহকর্মীদের সঙ্গে এ রকম ঘটনা ঘটেছে। যার কোনো স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এমতাবস্থায় হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা এবং দোষীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হলো।
হেনস্তা ও ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে মারা যাওয়া রোগীর স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক ভূঞা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট ডেকেছেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। রোগীর স্বজনেরা ডিউটি ডাক্তারের রুম, নার্সেস স্টেশন ও ইসিজি মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর করেছেন। এখনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে রাতে আপাতত ইন্টার্নদের ছাড়াও চলবে। চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে না।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে