প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর-ডাইকের বাজার এলাকায় বহু দিন ধরে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্ত ছিল। বৃষ্টি হলেই পানি জমে যেত। এতে যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছিল। যানবাহন গর্তে পড়ে প্রায় ঘটত দুর্ঘটনা। সমস্যা সমাধানে এবার স্থানীয় গাড়ি চালকেরা ইট, বালু ফেলে বিভিন্ন এলাকায় সড়কের গর্ত ভরাট করল।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, চানপুর অটোরিকশা (সিএনজি) উপ-শাখার উদ্যোগে ইট-বালু ফেলা হচ্ছে সড়কের ছোট-বড় গর্তে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চানপুর এলাকায় সড়কের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আগে কালভার্ট ছিল। স্থানীয় কয়েকজন তাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করায় কালভার্টটি ভরাট হয়ে যায়। পার না হতে পেরে পানি সড়কের মধ্যে এসে পড়ে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর থেকে ডাইকের বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিপাতে এসব গর্তে পানি জমে যায়। সড়কের ওপর সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় যানবাহন চালকেরা জানান, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। সড়কের মধ্যে বড় বড় গর্তের কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান বলেন, এই স্থানটিতে সড়কের পানি যাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে পানি জমে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর-ডাইকের বাজার সড়কের এই দুই কিলোমিটার আমাদের আওতাধীন থাকলেও সড়ক মেরামতের কাজ ৫ বছরের জন্য বালাগঞ্জ এলজিইডির। আগামী জুন মাসে ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর রাস্তাটি সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।
তিনি আরও বলেন, আরসিসি ঢালাই করা সড়কের ওপর দিয়ে পানি গেলেও সড়ক ভাঙবে এবং গর্তের সৃষ্টি হবে। এ জন্য বৃষ্টির পানি যেন সড়কের পাশে এবং সড়কের মধ্যে জমে না থাকে, সে জন্য রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের উদ্যোগ নিয়ে বৃষ্টির পানি যাওয়ার ব্যবস্থা করতে হবে।
সিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
১২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১৬ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
৩৪ মিনিট আগে