সুনামগঞ্জ প্রতিনিধি
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি।
টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর ভরে উঠছে। এ ছাড়া ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টির কারণে সীমান্ত নদীগুলো দিয়ে ধেয়ে আসছে পানি। এতে সুরমাসহ জাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে বাড়ছে পানি। এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর ছাতক পয়েন্টে দিয়ে পানি বেড়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।
সুনামগঞ্জের পাউবো থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের চেরাপুঞ্জিতে ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তবে এই পানি বেশি দিন স্থায়ী হবে না বলে জানান তিনি।
টানা বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নিম্নআয়ের মানুষ অসল সময় পার করছেন। বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের জন্য খেটে খাওয়া মানুষ কাজ পাচ্ছেন না। শহরের তেঘরিয়া এলাকার দোকানি মিজানুর রহমান বলেন, ‘চার দিন থেকে আমাদের এদিকে এত পরিমাণ বৃষ্টির জন্যে দোকানে ক্রেতা নেই, খুব কম বেচাকেনা হচ্ছে।’
সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জের নদীগুলোর পানি বাড়া অব্যাহত আছে, পানি বেড়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার বড় হাওরগুলো এখন খালি থাকায় প্লাবিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’ হাওরগুলো ভরে গেলে আর এই বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানান প্রবীর কুমার।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে