সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২৩: ২৩
Thumbnail image

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের গোয়াবাড়ি এলাকায় খাসিয়াদের গুলিতে সালাম মিয়া ওরফে বেকা সালাম (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে সালামের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। সালাম উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি আদর্শ গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সালাম মিয়া উপজেলার গোয়াবাড়ি সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহ করতে গেলে খাসিয়াদের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।’

ওসি গোলাম দস্তগীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যক্তি রোববার ভোরের কোনো এক সময় সুপারি সংগ্রহ করতে ভারতীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে ভারতীয় খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর মাথায় ও পিঠে ছররা গুলির আঘাত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত